বর্ডার রোডসে ৪৫৯ ড্রাফটসম্যান, সুপারভাইজার, রেডিও মেকানিক

2496
0
BRO
Courtesy: Catchuworld

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন বর্ডার রোডস অর্গানাইজেশনে ৪৫৯ জন ড্রাফটসম্যান, সুপারভাইজার স্টোর, রেডিও মেকানিক,

ল্যাব অ্যাসিস্ট্যান্ট, মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন), মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক) ও স্টোর কিপার টেকনিক্যাল নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর ১/২০২১।

শূন্যপদের বিন্যাস: ড্রাফটসম্যান: ৪৩ (অসংরক্ষিত ১৯, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১১, ইডব্লুএস ৪), সুপারভাইজার স্টোর: ১১ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি ২, ইডব্লুএস ১),

রেডিও মেকানিক: ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১), ল্যাব অ্যাসিস্ট্যান্ট: ১ (অসংরক্ষিত), মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ম্যাসন): ১০০ (অসংরক্ষিত ৪১, তপশিলি জাতি ১৫, তপশিলি উপজাতি ৭, ওবিসি ২৭, ইডব্লুএস ১০),

মাল্টি স্কিল্ড ওয়ার্কার (ড্রাইভার ইঞ্জিন স্ট্যাটিক): ১৫০ (অসংরক্ষিত ৬২, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৪০, ইডব্লুএস ১৫),

স্টোর কিপার টেকনিক্যাল: ১৫০ (অসংরক্ষিত ৬২, তপশিলি জাতি ২২, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৪০, ইডব্লুএস ১৫)।

বয়সসীমা: মাল্টি স্কিল্ড ওয়ার্কার পদের জন্য বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে, বাকি পদগুলির ক্ষেত্রে ১৮-২৭ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://bit.ly/2OVrxpz লিঙ্কে গিয়ে আবেদনপত্রের বয়ান সহ বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

পূরণ করা আবেদনপত্র ৩ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে Commandant, GREF CENTRE, Dighi Camp, Pune- 411015 ঠিকানায়।

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল