Site icon জীবিকা দিশারী

মিলিটারি নার্সিং সার্ভিসে বিএসসি নার্সিং কোর্স

UPSC Nursing Officer Recruitment

জয়েন্ট মিলিটারি নার্সিং সার্ভিসে চার বছরের বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে।

নিচের যোগ্যতার অবিবাহিতা/ বিধবা/বিবাহবিচ্ছিন্না প্রার্থীরাই কেবলমাত্র আবেদন করতে পারবেন।

ইনস্টিটিউট অনুযায়ী শূন্যপদ: কলেজ অব নার্সিং (সিওএন), আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ (এএফএমসি), পুণে: ৪০, সিওএন, কম্যান্ড হসপিটাল (সিএইচ) (ইস্টার্ন কম্যান্ড),

কলকাতা: ৩০, সিওএন. আইএনএইচএস অশ্বিনী: ৪০, সিওএন. এএইচ (আরঅ্যান্ডআর) নয়া দিল্লি: ৩০, সিওএন, সিএইচ (সিসি) লক্ষ্ণৌ: ৪০, সিওএন, সিএইচ (এএফ), বেঙ্গালুরু: ৪০।

বয়সসীমা: জন্মতারিখ হতে হবে ১ অক্টোবর ১৯৯৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৪ সালের মধ্যে।

যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি (বটানি ও জুলজি) ও ইংরেজি বিষয় সহ প্রথম চেষ্টাতেই সিনিয়র সেকেন্ডারি বা সমতুল পাশ।

কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে থাকতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করতে হবে।

অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় থাকবে জেনারেল ইংলিশ (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর), জেনারেল ইন্টেলিজেন্স (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর),

সায়েন্স- বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর)। নেগেটিভ মার্কিং থাকতে না। পরীক্ষার সময় ৯০ মিনিট। পরীক্ষার হবে এপ্রিল মাসে।

লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ ও মেডিক্যাল পরীক্ষা হবে।

অনলাইন পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের ফি: ৭৫০ টাকা। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে, বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১০ মার্চ পর্যন্ত।

 

লাইভ টিভি দেখুন: https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

Exit mobile version