বিএসএফে ২৭৮৮ কনস্টেবল ট্রেডসম্যান

4901
0
BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পদে ২৭৮৮ জন তরুণ-তরুণী নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতনক্রম: লেভেল থ্রি অনুযায়ী মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা। অন্যান্য ভাতাও আছে।

শূন্যপদ: পুরুষ প্রার্থীদের শূন্যপদ ২৬৫১, পদ অনুযায়ী শূন্যপদ: কবলার: ৮৮, টেইলর: ৪৭, কুক ৮৯৭, ডব্লু/ সি: ৫১০,

ডব্লু/ এম: ৩৩৮, বারবার: ১২৩, স্যুইপার: ৬১৭, কার্পেন্টার: ১৩, পেইন্টার: ৩, ইলেক্ট্রশিয়ান: ৪, ড্রাফটসম্যান: ১, ওয়েটার: ৬, মালি: ৪৷

মহিলা প্রার্থীদের শূন্যপদ ১৩৭৷ পদ অনুযায়ী শূন্যপদ: কবলার: ৩, টেইলর: ২, কুক: ৪৭,

ডব্লু/সি: ২৭, ডব্লু/ এম: ১৮৮, বারবার: ৭, স্যুইপার: ৩৩৷

বয়সসীমা: ১ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে ১) সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের অভিজ্ঞতা অথবা

২) ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট অব ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স সঙ্গে এক বছরের অভিজ্ঞতা

অথবা ৩) ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বা সমতুল ট্রেডে দু বছরের ডিপ্লোমা। মাল্টি স্কিল্ড প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট,

নথিপত্র যাচাই, ট্রেড টেস্ট এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

প্রার্থী যে কোনো একটি পদ/ ট্রেডের জন্য আবেদন করতে পারবেন৷ লেখা পরীক্ষায় অবজেকটিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে৷

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬-৮১ সেন্টিমিটার।

উত্তর-পূর্বাঞ্চল ও গোর্খা, কুমায়নী, গারওয়ালি, মারাঠাদের ক্ষেত্রে উচ্চতা ১৬৫ সেন্টিমিটার।

বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮-৮৩ সেন্টিমিটার।

অন্যান্য রাজ্য ও ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার। বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮-৮৩ সেন্টিমিটার।

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১৫০ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চল ও গোর্খা, কুমায়নী, গারওয়ালি, মারাঠাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৫ সেন্টিমিটার।

অন্যান্য রাজ্য ও ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেন্টিমিটার। সবক্ষেত্রেই শারীরিক গঠন ও উচ্চতার সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।

দৃষ্টিশক্তি: কাছের দৃষ্টি ভালো চোখে এন৬ এবং খারাপ চোখে এন৯, দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯৷

আবেদনের ফি: ১০০ টাকা, ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দিতে হবে৷

তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ১ মার্চ ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত৷

 

নোটিসটি দেখতে ক্লিক করুন