বর্ডার সিকিউরিটি ফোর্সে হেড কনস্টেবল (রেডিও অপারেটর/ রেডিও মেকানিক) পদে ২৪৭ জন নিয়োগ করা হবে (bsf head constable vacancy)।
বেতন: ২৫৫০০-৮১১০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, নথিপত্র যাচাই এবং মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
যোগ্যতা: হেড কনস্টেবল (রেডিও অপারেটর): ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণি পাশ।
অথবা
ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/
ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার/ জেনারেল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/
ডেটা এন্ট্রি অফারেটর ট্রেডে দু বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সার্টিফিকেট।
হেড কনস্টেবল (রেডিও মেকানিক): ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।
অথবা
ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে রেডিও অ্যান্ড টেলিভিশন/ জেনারেল ইলেক্ট্রনিক্স/ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট/
ডেটা প্রিপারেশন অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার/ ইলেক্ট্রিশিয়ান/ ফিটার/ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেক্ট্রনিক সিস্টেম মেন্টেন্যান্স/
কম্পিউটার হার্ডওয়্যার/ নেটওয়ার্ক টেকনিশিয়ান/ মেকাট্রনিক্স/ ডেটা এন্ট্রি অপারেটর ট্রেডে দু বছরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন সার্টিফিকেট।
বয়স: ১২ মে ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৮ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেন্টিমিটার, উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেন্টিমিটার। আদিবাসী মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৪ সেন্টিমিটার।
স্বাস্থ্য দপ্তরে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন
আবেদনের ফি: ১০০ টাকা। ইন্টারনেট ব্যাঙ্কিং/ ক্রেডিট কার্ড/ ডেবিট কার্ড/ ইউপিআই/ ওয়ালেটের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।
তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।
আবেদনের পদ্ধতি: https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
অনলাইন আবেদন করা যাবে ১২ মে ২০২৩ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (bsf head constable vacancy 2023)।