বিএসএফে ৩২৩ সাবইনস্পেক্টর ও কনস্টেবল

1907
0
BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে ৩২৩ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার) এবং হেড কনস্টেবল (মিনিস্ট্রেরিয়াল) নিয়োগ করা হবে।

নিচের যোগ্যতার যে কোনো ভারতীয়রা আদেবদন করতে পারবেন।

শূন্যপদ: অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনোগ্রাফার): ১১ (তপশিলি উপজাতি)।

হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল): ৩১২ (অসংরক্ষিত ১৫৪, ইডব্লুএস ৪১, ওবিসি ৬৫, তপশিলি জাতি ৩৮, তপশিলি উপজাতি ১৪)।

বয়সসীমা: ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনক্রম: অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনো) পদের ক্ষেত্রে লেভেল ৫ অনুযায়ী ২৯২০০-৯২৩০০ টাকা।

হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) পদের ক্ষেত্রে লেভেল ৪ অনুযায়ী ২৫৫০০-৮১১০০ টাকা।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে ইন্টারমিডিয়েট বা সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাশ (১০+২)।

অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর (স্টেনো) পদের ক্ষেত্রে ইংরেজি বা হিন্দিতে ১০ মিনিটে ৮০ শব্দের গতিতে শর্টহ্যান্ড নিতে হবে

এবং ইংরেজিতে ৫০ মিনিটে অথবা হিন্দিতে ৬৫ মিনিটে কম্পিউটারে ট্র্যান্সক্রাইপ করতে হবে।

হেড কনস্টেবল (মিনিস্টেরিয়াল) পদের ক্ষেত্রে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ শব্দের গতিতে

অথবা হিন্দিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে কম্পিউটারে টাইপিং। টাইপিং টেস্টের সময় ১০ মিনিট।

শারীরিক মাপজোক: পুরুষ প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৭-৮২ সেন্টিমিটার।

তপশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৬২-৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬-৮১ সেন্টিমিটার।

মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫৫ সেন্টিমিটার। তপশিলি উপজাতি মহিলা প্রার্থীদের উচ্চতা হতে হবে ১৫০ সেন্টিমিটার।

উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে।

দৃষ্টিশক্তি: কাছের দৃষ্টি ভালো চোখে এন৬, খারাপ চোখে এন৯। দূরের দৃষ্টি ভালো চোখে ৬/৬ এবং খারাপ চোখে ৬/৯।

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, শর্টহ্যান্ড টেস্ট (স্টেনো),

টাইপিং টেস্ট (হেড কনস্টেবল), নথিপত্র যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আরও খবর পড়ুন: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার নিয়োগের বিস্তারিত খবরটি দেখতে ক্লিক করুন

আবেদনের ফি: আবেদনের ফি ১০০ টাকা। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, ওয়ালেটের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৬ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।

কলকাতার রিক্রুটমেন্ট সেন্টারের ঠিকানা: The Inspector General, Ftr HQ BSF South Bengal, Plot No. II/E/I, Action Arear-II E, New Town Kolkata, West Bengal- 700161.

অন্যান্য রিক্রুটমেন্ট সেন্টারের ঠিকানা ও প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন