বর্ডার সিকিউরিটি ফোর্সে ২৭৫টি শূন্যপদে স্পোর্টস কোটায় কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে।
যে সমস্ত ডিসিপ্লিন থেকে নিয়োগ করা হবে সেগুলি হল- আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, স্যুইমিং, ডাইভিং, ওয়াটার পোলো, বাস্কেলবল, বক্সিং,
সাইক্লিং, ক্রস কান্ট্রি, ফুটবল, হকি, আইসস্কেটিং, জুডো, ক্যারাটে, ভলিবল,
ওয়েট লিফ্টিং, ওয়াটার স্পোর্টস, রেসলিং, শ্যুটিং, তায়েকুণ্ডু, উসু, ফেন্সিং।
পারিশ্রমিকঃ লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।
যোগ্যতাঃ ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে ক্রীড়াগত যোগ্যতা।
বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতিঃ https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।