Site icon জীবিকা দিশারী

বিএসএফে নিয়োগ

BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে ২৭৫টি শূন্যপদে স্পোর্টস কোটায় কনস্টেবল (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে।

যে সমস্ত ডিসিপ্লিন থেকে নিয়োগ করা হবে সেগুলি হল- আর্চারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, স্যুইমিং, ডাইভিং, ওয়াটার পোলো, বাস্কেলবল, বক্সিং,

সাইক্লিং, ক্রস কান্ট্রি, ফুটবল, হকি, আইসস্কেটিং, জুডো, ক্যারাটে, ভলিবল,

ওয়েট লিফ্টিং, ওয়াটার স্পোর্টস, রেসলিং, শ্যুটিং, তায়েকুণ্ডু, উসু, ফেন্সিং।

পারিশ্রমিকঃ লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতাঃ ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে ক্রীড়াগত যোগ্যতা।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতিঃ https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

Exit mobile version