বিএসএফে ২১৩ ইনস্পেক্টর ও কনস্টেবল

schedule
2020-10-15 | 10:00h
update
2020-10-15 | 10:00h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

বর্ডার সিকিউরিটি ফোর্সে গ্রুপ বি ও সি পদে ২১৩ জন ইনস্পেক্টর, সাব ইনস্পেক্টর, হেড কনস্টেবল ও কনস্টেবল নিয়োগ করা হবে। নম্বর: 35022/38/2020/Staff(E)/BSF/2402-2712.

শূন্যপদ: গ্রুপ বি: ইনস্পেক্টর (ড্রাফটসম্যান): ১ (বিএসএফ), সাবইনস্পেক্টর (ওয়ার্কস): ১৩ (বিএসএফ/ এনডিআরএফ), সাব ইনেস্পক্টর/ জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেক্ট্রিক্যাল): ৫৫ (বিএসএফ/ এনডিআরএফ)।

Advertisement

গ্রুপ সি: হেড কনস্টেবল (জেনারেটর অপারেটর): ১২ (বিএসএফ), হেড কনস্টেবল (জেনারেটর মেকানিক): ৩৩ (বিএসএফ), হেড কনস্টেবল (ওয়ারম্যান/ লাইনম্যান): ২৪ (বিএসএফ), হেড কনস্টেবল (ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রিক্যাল): ৩৯ (এনডিআরএফ), হেড কনস্টেবল (কার্পেন্টার/ ম্যাসন): ৫ (বিএসএফ/ এনডিআরএফ), হেড কনস্টেবল (পাম্প অপারেটর): ৪ (বিএসএফ), হেড কনস্টেবল (পায়োনিয়ার): ১৫ (বিএসএফ), হেড কনেস্টবল (ওয়েল্ডার): ১ (এনডিআরএফ), হেড কনস্টেবল (টেকনিশিয়ান): ৪ (এনডিআরএফ), কনস্টেবল (ম্যাসন): ৬ (এনডিআরএফ), কনস্টেবল (জেনারেটর অপারেটর): ১ (বিএসএফ)।

আবেদনের পদ্ধতি: নির্দিষ্ট বয়ানে পূরণ করা বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স পাঠাতে হবে Dy. Inspector General (Staff), Directorate General, BSF, Block No 4, CGO Complex, Lodhi Road, New Delhi 110003 ঠিকানায়। পৌঁছতে হবে আগামী ২০ অক্টোবরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে বিস্তারিত www.bsf.nic.in ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19110_13_2021b.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.04.2024 - 20:51:55
Privacy-Data & cookie usage: