বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ

1617
0
St. Xaviers College Recruitment 2024

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৫১ জন নিয়োগ করা হবে (Burdwan university recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: ০২/ ২০২২-২০২৩।

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল: আরবিক, বাংলা, বটানি, কেমিস্ট্রি, ফরেন ল্যাঙ্গুয়েজ (চাইনিস), কম্পিউটার সায়েন্স,

ইকোনমিক্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যাথমেটিক্স,

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (হিউম্যান রিসোর্স), স্ট্যাটিস্টিক্স, সাঁওতালি, সংস্কৃত, ট্যুরিজম ম্যানেজমেন্ট।

বেতনক্রম: প্রফেসর পদে লেভেল ১৪ অনুযায়ী ১৪৪২০০-২১৮২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে লেভেল ৩ অনুযায়ী ১৩১৪০০-২১৭১০০ টাকা,

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে লেভেল ১০ অনুযায়ী ৫৭৭০০-১৮২৪০০ টাকা।

যোগ্যতা: প্রফেসর: পিএইচডি ডিগ্রি সঙ্গে অন্তত দশ বছরের রিসার্চ এবং অন্তত দশ বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি, পিএইচডি এবং অন্তত আট বছরের টিচিং অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাশ।

আবেদনের ফি: ১৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০০ টাকা। এনইএফটি-র মাধ্যমে ফি দিতে হবে।

অ্যাকাউন্ট নম্বর: ১০২১২৬৩১২২৭, আইএফএসসি কোড: এসবিআইএন০০০২০৩৩, শাখা: বর্ধমান বিশ্ববিদ্যালয়, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.buruniv.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman- 713104 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌছতে হবে ১৮ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Burdwan university recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন