বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রফেসর নিয়োগ

schedule
2022-09-14 | 12:33h
update
2022-09-14 | 12:33h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৫১ জন নিয়োগ করা হবে (Burdwan university recruitment)।

বিজ্ঞপ্তি নম্বর: ০২/ ২০২২-২০২৩।

যে সমস্ত বিষয়ে নিয়োগ করা হবে সেগুলি হল: আরবিক, বাংলা, বটানি, কেমিস্ট্রি, ফরেন ল্যাঙ্গুয়েজ (চাইনিস), কম্পিউটার সায়েন্স,

ইকোনমিক্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, হিন্দি, হিস্ট্রি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ম্যাথমেটিক্স,

Advertisement

বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (হিউম্যান রিসোর্স), স্ট্যাটিস্টিক্স, সাঁওতালি, সংস্কৃত, ট্যুরিজম ম্যানেজমেন্ট।

বেতনক্রম: প্রফেসর পদে লেভেল ১৪ অনুযায়ী ১৪৪২০০-২১৮২০০ টাকা। অ্যাসোসিয়েট প্রফেসর পদে লেভেল ৩ অনুযায়ী ১৩১৪০০-২১৭১০০ টাকা,

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে লেভেল ১০ অনুযায়ী ৫৭৭০০-১৮২৪০০ টাকা।

যোগ্যতা: প্রফেসর: পিএইচডি ডিগ্রি সঙ্গে অন্তত দশ বছরের রিসার্চ এবং অন্তত দশ বছরের টিচিং অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসোসিয়েট প্রফেসর: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি, পিএইচডি এবং অন্তত আট বছরের টিচিং অভিজ্ঞতা।

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার ডিগ্রি এবং ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পাশ।

আবেদনের ফি: ১৫০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ১০০০ টাকা। এনইএফটি-র মাধ্যমে ফি দিতে হবে।

অ্যাকাউন্ট নম্বর: ১০২১২৬৩১২২৭, আইএফএসসি কোড: এসবিআইএন০০০২০৩৩, শাখা: বর্ধমান বিশ্ববিদ্যালয়, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.buruniv.ac.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স পাঠাতে হবে The University of Burdwan, Golden Jubilee Building, Nurse Quarter More, Purba Bardhaman- 713104 ঠিকানায়।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌছতে হবে ১৮ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Burdwan university recruitment)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
26.04.2024 - 16:04:18
Privacy-Data & cookie usage: