ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে ২৮ সায়েন্টিস্ট

1169
0
recruitment in tropical 2023

ভারতীয় মানক সংস্থা অর্থাৎ ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসে ২৮ জন সায়েন্টিস্ট-বি নিয়োগ করা হবে৷ প্রার্থীর বৈধ গেট স্কোর থাকতে হবে৷

ডিসিপ্লিন অনুযায়ী শূন্যপদ: সিভিল ইঞ্জিনিয়ারিং: ১৩, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং: ২, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং: ২, কেমিস্ট্রি: ৭, টেক্সটাইল ইঞ্জিজনিয়ারিং: ৪৷

যোগ্যতা: সিভিল/ ইননস্ট্রুমেন্টাল/ এনভায়রনমেন্টাল/ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং:  ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি (তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন)৷

কেমিস্ট্রি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ন্যাচারাল সায়েন্সে মাস্টার ডিগ্রি বা সমতুল (শুধুমাত্র কেমিস্ট্রি ডিসিপ্লিনে)৷ তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷

সবকটি ডিসিপ্লিনের ক্ষেত্রেই ২০১৯/২০২০/২০২১ বৈধ গেট স্কোর থাকতে হবে৷ গেট স্কোর বৈধ হতে হবে ২৫ জুন ২০২১ তারিখের হিসেবে৷

ডিসিপ্লিন অনুযায়ী গেট পেপার কোড: সিভিল ইঞ্জিনিয়ারিং: সিই, ইনস্ট্রুমেন্টাল ইঞ্জিনিয়ারিং: আইএন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: ইএস, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স: টিএফ, কেমিস্ট্রি: সিওয়াই৷

বয়সসীমা: ২৫ জুন ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

আবেদনের ফি: ১০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সেনাকর্মী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.bis.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ সরাসরি https://bissci2021.azurewebsites.net/#no-back-button লিঙ্কে গিয়েও অনলাইন আবেদন করা যাবে আগামী ২৫ জুন পর্যন্ত৷

https://bis.gov.in/wp-content/uploads/2021/06/Detailed_Advertisement_english.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷