কলকাতা সিটি সেশন কোর্টে সুইপার পদের ইন্টারভিউ

819
0
Folafal Final Pic

কলকাতা সিটি সেশন কোর্টে সুইপার (গ্রুপ-ডি) নিয়োগের ইন্টারভিউ/রিডিং অ্যান্ড রাইটিং এবিলিটি টেস্ট হবে বিচার ভবনে (২ ও ৩ ব্যাঙ্কশাল স্ট্রিট, ২য় তল, কলকাতা-৭০০০১), আগামী ২৯, ৩০, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি প্রতিদিন বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের কললেটার সহ নির্দেশাবলি পাঠানো হয়েছে স্পিড পোস্টে। না পেয়ে থাকলে ডুপ্লিকেট কললেটার সংগ্রহ করে নিতে পারবেন ২৮ জানুয়ারি বেলা ১১টা থেকে ৪টের মধ্যে। এই ঠিকানায়: Chief Judge, City Sessions Court, Calcutta-cum-Chairman, District Recruitment Committee, City Sessions Division, Calcutta. তখন সঙ্গে নিয়ে যেতে হবে পাসপোর্ট মাপের সাম্প্রতিক রঙিন ফটো ও গত ১৮ নভেম্বর হওয়া লিখিত পরীক্ষার মূল অ্যাডমিট কার্ড।

প্রসঙ্গত, যাঁদের আবেদন গ্রাহ্য হয়েছে ও যাঁদের বাতিল হয়েছে তাঁদের তালিকা (বাতিলের ক্ষেত্রে বাতিলের কারণ সহ) ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই দুই ওয়েবসাইটে: www.calcuttahighcourt.gov.in, www.ecourts.gov.in/citysessioncourtcalcutta

আমাদের পোর্টালেও সেই খবর সহ সরাসরি তালিকা দেখার লিঙ্ক দেওয়া হয়েছিল যথাসময়ে (https://jibikadishari.co.in/?p=9029)।