কলকাতা সিটি সেশন কোর্টের গ্রুপ-ডি পদের ইন্টারভিউ

719
0
current affairs

কলকাতা সিটি সেশন কোর্টে পিওন/প্রসেস সার্ভার/ফরাশ/নাইট গার্ড/ ওয়ার‍্যান্ট বেইলিফ (গ্রুপ-ডি) (সুইপার বাদে) পদে নিয়োগের জন্য যাঁদের ৮ বা ৯ জানুয়ারি ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্ট ছিল কিন্তু ভারত বন্‌ধের কারণে ইন্টারভিউয়ে উপস্থিত হতে পারেননি, তাঁরা ইন্টারভিউয়ের সুযোগ নিতে হলে আগামী ১১ জানুয়ারি বেলা ১২টার সময় অবশ্যই কলকাতা হাইকোর্টের সিটি সেশন বিভাগে প্রধান বিচারপতির অফিসে উপস্থিত হতে হবে। সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ/পার্সোন্যালিটি টেস্টের মূল কললেটার ও প্রাসঙ্গিক সমস্ত মূল প্রমাণপত্র। ওইদিন ওইসময় ওইসব প্রমাণপত্রাদি না নিয়ে গেলে প্রার্থিপদ বাতিল করা হবে।

এইসব নির্দেশ জানা যাবে এই লিঙ্কের বিজ্ঞপ্তিতে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1867