কলকাতা হাইকোর্টে অনুবাদক নিয়োগ

461
0
Calcutta High Court Jobs 2023

কলকাতা হাইকোর্টে চুক্তির ভিত্তিতে ট্র্যান্সলেটর (ইংরেজি থেকে বাংলা) নিয়োগ করা হবে। Calcutta High Court Jobs 2023

বিজ্ঞপ্তি নম্বর: 11783-RG

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ল গ্র্যাজুয়েট (এলএলবি)।

দশম এবং দ্বাদশ শ্রেণিতে বাংলা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ এবং ইংরেজি একটি বিষয় হিসেবে থাকতে হবে। কম্পিউটার এবং টাইপিংয়ের জ্ঞান বাঞ্ছনীয়।

ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং কম্পিউটার/ টাইপিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

পারিশ্রমিক: প্রতি মাসে ৫০০০০ টাকা।

আবেদনের ফি: ৬০০ টাকা। ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দিতে হবে।

পোস্টাল অর্ডার কাটতে হবে Registrar General, High Court, Calcutta অনুকূলে এবং প্রদেয় হবে GPO, Kolkata.

আবেদনের পদ্ধতি: এ-ফোর মাপের কাগজে হাতে লিখে বা টাইপ করে বায়োডেটা সহ আবেদন করতে হবে।

সিডিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ

কলকাতা হাইকোর্টের মেইন বিল্ডিংয়ে রাখা ড্রপ বাক্সে খামে ভরে আবেদনপত্র জমা করা যাবে ৬ জানুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৪.৪৫ মিনিট পর্যন্ত।

Front Office of General & Establishment Section, Appellate Side, Ground Floor, High Court.

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স, সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের তিনটি ছবি এবং ৪৫ টাকার পোস্টাল স্ট্যাম্প যুক্ত নিজের নাম ঠিকানা লেখা দুটি খাম দিতে হবে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সময়মতো www.calcuttahighcourt.gov.in ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।    Calcutta High Court Jobs 2023

 নোটিসটি দেখতে ক্লিক করুন