উচ্চমাধ্যমিক যোগ্যতায় কলকাতা হাইকোর্টে কাজের সুযোগ

775
0
Calcutta High Court Recruitment 2024

কলকাতা হাই কোর্টে চুক্তির ভিত্তিতে ২৯১টি শূন্যপদে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। Calcutta High Court Recruitment 2024

নোটিফিকেশন নম্বরঃ 6785-RG

যোগ্যতাঃ দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

বয়সঃ ১ জানুয়ারি ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে।

পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ

বেতনক্রমঃ লেভেল ৬ অনুযায়ী ২২৭০০-৫৮৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে থাকবে অ্যারিথমেটিক, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, জেনারেল ইন্টেলিজেন্স, ইংলিশ।

মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ৯০ মিনিট।

প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টে পাশ করলে কম্পিটিটিভ লেখা পরীক্ষা ও ভাইভা-ভোসি টেস্ট দিতে হবে।

সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটউটে কাজের সুযোগ

পরীক্ষার ফিঃ ৮০০ টাকা। পশ্চিমবঙ্গের তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি বাবদ ৪০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতিঃ www.calcuttahighcourt.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৫ অগস্ট থেকে ২৬ অগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত। Calcutta High Court Recruitment 2024

অনলাইন আবেদন করতে ক্লিক করুন

 

নোটিসটি দেখতে ক্লিক করুন