হাইকোর্টে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের লিখিত পরীক্ষার ফল

662
0
current affairs

কলকাতা হাই কোর্টের অ্যাপিলেট সাইডে ২০০ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি নম্বর 5442-RG dated 20thDecember, 2018 গত ২০ ফেব্রুয়ারি যে ওএমআর ভিত্তিক পরীক্ষা হয়েছিল তার ফল বেরিয়েছে। সফল প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ব্যাচে-ব্যাচে ভাগ করে, ১২ জুন থেকে। পরবর্তী ডেস্ক্রিপ্টিভ পরীক্ষার সূচি পরে জানানো হবে। লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের তালিকা ও ডকুমেন্ট ভেরিফিকেশনের সূচি জানা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/recruiment-notice/2140