কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ

997
0
Calcutta University Recruitment

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করা হবে ওয়ক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। Calcutta University Recruitment

পারিশ্রমিক: রিসার্চ অ্যাসোসিয়েট পদে প্রতি মাসে ২৫০০০ টাকা, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে প্রতি মাসে ২০০০০ টাকা। ফিল্ড ইনভেস্টিগেটর পদে প্রতি দিনের হিসাবে ৫০০ টাকা।

যোগ্যতা: রিসার্চ অ্যাসোসিয়েট: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সোশ্যাল সায়েন্স শাখায় পোস্ট গ্র্যাজুয়েট সঙ্গে নেট/ স্লেট/ এমফিল/ পিএইচডি।

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট: পিএইচডি/ এমফিল/ ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সোশ্যাল সায়েন্স শাখায় পোস্ট গ্র্যাজুয়েট।

ফিল্ড ইনভেস্টিগেটর: ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে সোশ্যাল সায়েন্স শাখায় পোস্ট গ্র্যাজুয়েট।

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ১৬ অক্টোবর ২০২৩ তারিখে সকাল ১১টায়।

ঠিকানা- Department of Anthoropology, University of Calcutta, Ballygunge Science Campus (3rd Floor), 35, Ballygunge Circular Road, Kolkata 700019.

ইন্টারভিউয়ের দিন বায়োডেটা এবং যাবতীয় প্রমাণপত্রাদির স্ব-প্রত্যয়িত জেরক্স এবং অরিজিনা সঙ্গে নিয়ে যেতে হবে। Calcutta University Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন