সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে ৫৫৩ মেডিক্যাল অফিসার

1810
0
CAPF Medical officer

সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে (বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, আসাম রাইফেলস) ৫৫৩ জন সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার,

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার ও ডেন্টাল সার্জেন নিয়োগ করা হবে।

শূন্যপদ: সুপার স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার: ৫, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার: ২০১, মেডিক্যাল অফিসার: ৩৪৫, ডেন্টাল সার্জেন: ২।

আবেদনের ফি: ৪০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbppolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৭ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন