Site icon জীবিকা দিশারী

কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলিতে অ্যাসিঃ কম্যান্ড্যান্ট পদের ইন্টারভিউ

CAPF Medical officer

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর সেন্ট্রাল আর্মড পুলিস ফোর্সেস (অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্টস) পরীক্ষার পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউ শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে, কমিশনের দিল্লির (ঢোলপুর হাউস) অফিসে। পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত প্রথম দুসপ্তাহের প্রার্থীদের তালিকা কমিশনের ওয়েবসাইটে নিচের লিঙ্কে দেওয়া হয়েছে, বাকিদের তালিকা কিছুদিনের মধ্যে দেওয়া হবে। পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউয়ের জন্য ই-সামন লেটার ওয়েবসাইটে (https://upsconline.nic.in) আপলোড করা হবে আগামী ১২ অক্টোবর। আর কোনো চিঠি কাউকে পাঠানো হবে না। তাই ওই ই-সামন লেটার ডাউনলোড করে ও সঙ্গের প্রাসঙ্গিকীগুলিরও প্রিন্ট-আউট নিতে হবে। পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউয়ের দিন এই ই-সামন লেটারের প্রিন্ট-আউট ছাড়াও নিজের সাম্প্রতিক দুকপি ফটো, সচিত্র পরিচয়পত্র ইত্যাদি এবং মূল প্রমাণপত্রাদি যেমন-যা বলা হয়েছে নিয়ে যেতে হবে, ফটোকপি সহ। ই-সামন লেটারে ছবি অস্পষ্ট থাকলে বা ছবি না থাকলে সেজন্যও একই ছবির কপি নিয়ে যেতে হবে।

লকডাউনের কারণে ট্রেনব্যবস্থা পুরোপুরি সচল না থাকায় যাতায়াতের জন্য এককালীন ব্যবস্থা হিসাবে নিম্নতম মূল্যের ইকোনমি ক্লাস প্লেনে নিজের ঠিকানার নিকটবর্তী বিমানবন্দর থেকে যাতায়াতের টিকিট, বোর্ডিং পাস ইত্যাদি নির্দেশমতো দেখালে কমিশন মূল্য ফেরত দেবে। নিয়মাবলি নিচের লিঙ্কে ৬ অক্টোবরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কোনো অসামঞ্জস্য ধরা পড়লে অফিসের সময়ে ফোন করতে পারেন এই নম্বরে: 23381125, 23098543 and 23385271. এই সবকিছু এবং কার কবে কখন পার্সোন্যালিটি টেস্ট/ইন্টারভিউ তা জানা যাবে এই লিঙ্কে: https://www.upsc.gov.in/sites/default/files/Interview-CAPF-2019-06102020.pdf

CAPF, CAPF Result

Exit mobile version