কেন্দ্রীয় সরকারের অধীনে এফএসএসআইতে মোট ২৩৩ নিয়োগ

schedule
2021-10-04 | 15:14h
update
2021-10-05 | 08:08h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কেন্দ্রীয় সরকারের (Central Government) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে ফুড সেফটি অ্যান্ড স্যান্ডার্স অথরিটি অব ইন্ডিয়ায় (Fssai Recruitment) একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর DR – 04/2021, Dated: 30 September, 2021.

শূন্যপদ : ফুড অ্যানালিস্ট ৪, টেকনিক্যাল অফিসার ১২৫, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার ৩৭, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) ৪, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন) ২, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সোশ্যাল ওয়ার্ক) ২, অ্যাসিস্ট্যান্ট ৩৩, হিন্দি ট্রান্সলেটর ১, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ১৯, আইটি অ্যাসিস্ট্যান্ট ৩, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড-১ মোট ৩ টি পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা :
ফুড অ্যানালিস্ট – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/ডেয়ারি কেমিস্ট্রি/ফুড টেকনোলজি নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। ফুড অ্যানালাইসিস নিয়ে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা লাগবে।

টেকনিক্যাল অফিসার – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি/মাইক্রোবায়োলজি/ডেয়ারি কেমিস্ট্রি/ফুড টেকনোলজি নিয়ে মাস্টার ডিগ্রি অথবা, ২) ফুড সেফটি/ফুড সায়েন্স/ফুড প্রসেসিং/কোয়ালিটি আসিওরেন্স ইন ফুড সেক্টর /ডায়েটিক/পাবলিক হেলথ/নিউট্রিশন/ডেয়ারি সায়েন্স/বেকারি সায়েন্স নিয়ে পিজি ডিপ্লোমা অথবা, ৩) ফুড টেকনোলজি/ডেয়ারি টেকনোলজি/বায়ো টেকনোলজি/অয়েল টেকনোলজি/ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং নিয়ে বিই/ বিটেক ডিগ্রি থাকতে হবে।

Advertisement

সেন্ট্রাল ফুড সেফটি অফিসার -ফুড টেকনোলজি/ডেয়ারি টেকনোলজি/বায়োটেকনোলজি/অয়েল টেকনোলজি/ এগ্রিকালচারাল সায়েন্স বা ভেটেরিনারি সায়েন্স নিয়ে ডিগ্রি বা কেমিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। গেট স্কোর থাকলে অগ্রাধিকার।

অ্যাসিস্ট্যান্ট – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ – স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ।

পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট – স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, শর্টহ্যান্ডে ৮০ টি শব্দ প্রতি মিনিট, ইংলিশ টাইপিং এ ৩০ টি শব্দ প্রতি মিনিট স্পিড থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) – কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক বা এমটেক যোগ্যতা লাগবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মাস কমিউনিকেশন) – জার্নালিজম /সোশ্যাল ওয়ার্ক/লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা লাগবে।

বয়সসীমা – ফুড এনালিস্ট পদের জন্য বয়সের উর্দ্ধসীমা ৩৫ বছর, বাকি পদগুলির জন্য বয়সের উর্দ্ধসীমা ৩০ বছর এবং জুনিয়র এসিস্ট্যান্ট গ্রেড -১ পদের জন্য বয়সের উর্দ্ধসীমা ২৫ বছর।

আবেদন – আগামী ৮ অক্টোবর, ২০২১ তারিখ থেকে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইন আবেদনের শেষ তারিখ ৭ নভেম্বর, ২০২১।

আবেদন ফি – জেনারেল/ওবিসি প্রার্থীদের জন্য ১৫০০ টাকা (এপ্লিকেশন ফি + ইন্টিমেশন চার্জ), এসসি/এসটি/ইডব্লিউএস প্রার্থীদের জন্য ৫০০ টাকা (ইন্টিমেশন চার্জ)।

পরীক্ষা পদ্ধতি – ফুড এনালিস্ট পদের জন্য লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে। টেকনিক্যাল অফিসার, সেন্ট্রাল ফুড সেফটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য কম্পিউটার বেসড টেস্ট সত্য ১ ও স্টেজ ২ থাকবে, অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কম্পিউটার বেসড টেস্ট (সিঙ্গল) থাকবে।

পরীক্ষাকেন্দ্র – পশ্চিমবঙ্গের মধ্যে হুগলি, কলকাতা, শিলিগুড়ি শহরে পরীক্ষা কেন্দ্র ফেলা হবে।

আবেদনের জন্য লিঙ্ক – ক্লিক করুন এখানে

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক – ক্লিক করুন এখানে

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.04.2024 - 05:07:59
Privacy-Data & cookie usage: