স্টাফ সিলেকশনের সিজিএল টিয়ার-থ্রি প্রসঙ্গে সতর্কতা

1672
0
wbjee admit card 2023 released

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-থ্রি) হবে ডেস্ক্রিপটিভ টাইপের। ১০০ নম্বরের, সময় ৬০ মিনিট (লিখন সহকারী নেওয়া প্রতিবন্ধীদের জন্য ৮০ মিনিট)। এসে/প্রেসি/লেটার/অ্যাপ্লিকেশন ইত্যাদি লিখতে হবে ইংরেজি বা হিন্দিতে। আন্সারবুকের প্রচ্ছদপৃষ্ঠায় (কভারপেজ) নিজের পুরো সঠিক নম্বর ও নির্দেশিত যথাস্থানে সই ও বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। এর কোনোটি বাদ পড়লে উত্তরপত্রে শূন্য দেওয়া হবে। আন্সারবুকের ভেতরে কোথাও নিজের নাম, রোল নম্বর, ফোন নম্বর, ঠিকানা ইত্যাদি ব্যক্তিগত কিছু লিখলেও নম্বর দেওয়া হবে শূন্য। কমিশনের এই বিজ্ঞপ্তি (File no. 01 /01/2020-C-II) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/IMPORTANT%20NOTICE0001_21102020.PDF

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল