সিজিএল, ২০১৯ স্কিল টেস্ট তারিখ ঘোষণা

777
0
ssc cgl result

সিজিএল, ২০১৯-এর (CGL, 2019) স্কিল টেস্ট এর তারিখ ঘোষণা করলো এসএসসি। কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন (SSC) একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর সিজিএলের স্কিল টেস্ট গ্রহণ করা হবে।

স্কিল টেস্ট এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট ও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট (পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও স্প্রেড শিট)। এর মধ্যে ডেটা এন্ট্রি স্পিড টেস্ট এর জন্য ১৫ মিনিটের মধ্যে একটি ২০০০ কি ডিপ্রেশনের প্যাসেজ ডেটা এন্ট্রি করতে হবে।  কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এর ক্ষেত্রেও ১৫ মিনিট সময় বরাদ্দ। এই সংরকন্ট বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নেওয়ার লিঙ্ক – ক্লিক করুন