সিজিএল, সিএইচএসএল, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নিয়োগ স্থগিত রাখল এসএসসি

1478
0
Answer Key, Govt Job, Govt Job 2019

স্টাফ সিলেকশন কমিশনের ( ssc) আসন্ন দুটি পরীক্ষা ও একটি পরীক্ষার আবেদনগ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ স্থগিত রাখা হল কোভিড-১৯ সংক্রমণের বাড়বৃদ্ধির কারণে।
কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেলের ২০২০-র (chsl) টিয়ার-ওয়ানের যে পরীক্ষা শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রার্থীদের জন্য আগামী ২১-২২ মে হবার কথা ছিল তা স্থগিত রাখা হল।
অন্যদিকে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের ২০২০-র (CGL) টিয়ার-ওয়ানের যে পরীক্ষা সারা দেশে আগামী ২৯ মে থেকে ৭ জুন হবার কথা ছিল তাও স্থগিত রাখা হয়েছে।
পাশাপাশি, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলি (সিএপিএফস), এন‌আই‌এ, এস‌এস‌এফ-তে কনস্টেবল (জিডি) ও আসাম রাইফেলসে রাইফেলম্যান (জেনারেল ডিউটি) নিয়োগের জন্য আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল মে মাসের প্রথম সপ্তাহে, তাও স্থগিত রাখা হল।
সব নতুন তারিখ ঠিক করা হলে যথাসময়ে জানানো হবে,সেজন্য কমিশনের ওয়েবসাইটে নজর রাখতে হবে, আমাদের পোর্টালেও জানিয়ে দেব।
কমিশনের ৭ মে তারিখে ইস্যু করা এই স্থগিতের বিজ্ঞপ্তি (F. No: 01/04/2021-C-II) দেখা যাবে কমিশনের এই লিঙ্কে: