পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ও নয়াদিল্লিতে ছড়িয়ে থাকা কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস ও মন্ত্রকের সাড়ে ছ’হাজার গ্রুপ বি ও সি-র শূন্যপদের জন্য প্রার্থী বাছাই করা হবে স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে।
কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা, কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট/ স্কিল টেস্ট (যে পদে যেটি প্রযোজ্য) এবং নথি যাচাইয়ের মধ্যে দিয়ে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। টিয়ার ওয়ান পরীক্ষা হবে ২৯ মে, ২০২১ থেকে ৭ জুন, ২০২১ পর্যন্ত, ব্যাচে-ব্যাচে ভাগ করে। তাতে নেগেটিভ মার্কিং থাকবে ০.৫ হারে অর্থাৎ প্রতি ২টি ভুলের জন্য ১ নম্বর করে। টিয়ার ওয়ান পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়্যারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড ও ইংলিশ কম্প্রিহেনশন। পরীক্ষার্থীদের সুধিার্থে টিয়ার ওয়ান পরীক্ষার প্রস্তুতির জন্য প্র্যাক্টিস সেট দেওয়া হল।
প্রস্তুতি সেট ডাউনলোড করুন এই লিঙ্কে: Question set
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল