স্টাফ সিলেকশনের সিজিএল পরীক্ষার স্কিল টেস্ট

941
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৮-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশনের যোগ্য প্রার্থীদের স্কিল টেস্ট হবে দেশজুড়ে, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর। তাতে থাকবে তিনটি ধাপ: ডেটা এন্ট্রি টেস্ট, পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন/স্লাইডের জেনারেশন, এমএস এক্সেলে স্প্রেডশিট।

প্রথমে ১৫ মিনিটের ডেটা এন্ট্রি স্পিড টেস্টে ২০০০ কী-ডিপ্রেশনের একটা মাস্টার শিট দেওয়া হবে, টাইপ করতে হবে সমসংখ্যক শব্দ। সেই সীমা পূরণ হলেই স্পেস বার আর এগোবে না, অর্থাৎ আর বাড়তি শব্দ টাইপ করা যাবে না। আরো কিছু করতে হলে ব্যাকস্পেস বা অ্যারো ব্যবহার করে পিছিয়ে কোনো ভুল সংশোধন বা বাড়তি শব্দ টাইপ করা হয়ে থাকলে তা ডিলিট করা যাবে। এভাবে কোনো শব্দ কমলে আবার সেইমতো এগিয়ে নিয়ে টাইপ করা যাবে। এরপর ১৫ মিনিট এমএস পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন/স্লাইড জেনারেশন। এরপর ১৫ মিনিটের এমএস এক্সেল। পাওয়ার পয়েন্ট ও এক্সেল হবে এমএস অফিস প্ল্যাটফর্মে (এমএস অফিস ২০০৭ বা তার পরের কোনো ভার্শনে)।

উভয় মডিউলই শেষ হলে প্রিন্ট কম্যান্ড দিয়ে প্রিন্ট-আউট নিয়ে তাতে নাম-রোল নম্বর লিখে সই করতে হবে প্রতি পৃষ্ঠায়।

কমিশনের ১০ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (File No 08/02/ 2020-C-Il) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/ImportantNoticeEnglish_10122020.PDF

 

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল