CHSL আবেদনের তারিখ বাড়ল

611
0
folafol-picture

স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা (১০+২), ২০১৭-এর আবেদনের তারিখ বাড়ানো হল।

শেষ কিছুদিন ধরে সিএইচএসএল-এ আবেদন করার সময় প্রার্থীরা কিছু সমস্যায় পড়েন, ঠিকভাবে আবেদন করতে পারেননি।

টেকনিক্যাল এই সমস্যার কথা মাথায় রেখে সিএইচএসএল-এর আবেদনের তারিখ বাড়ানো হল।

নতুন আবেদনের শেষ তারিখ আগামী ২৭ ডিসেম্বর, ২০১৭ বিকেল ৫টা।

অফলাইনে ফি দিতে হলে ২৭ চারিখে বিকেল ৫টার মধ্যে চালান ডাউনলোড করে ব্যাঙ্কে নগদে ফি জমা দেওয়া যাবে ২৯ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত, ব্যাঙ্কের কাজের সময়ের মধ্যে।

বিস্তারিত বিজ্ঞপ্তি সহ আবেদনের লিঙ্ক: http://ssconline.nic.in/