কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ

555
0
SECL Recruitment 2024

কোল ইন্ডিয়া লিমিটেডে ৫৬০ শূনপদে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। বৈধ ২০২৩ গেট স্কোর থাকতে হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২৩। CIL Management Trainee Jobs

শূন্যপদ: মাইনিং (পোস্ট কাড ১১): ৩৫১ (অসংরক্ষিত ১১৮, ইডব্লুএস ৩০, তপশিলি জাতি ৪৫,

তপশিলি উপজাতি ২৩, ওবিসি এনসিএল ৮১, ব্যাকলগ ভ্যাকান্সি ৫৪)।

সিভিল (পোস্ট কোড ১২): ১৭২ (অসংরক্ষিত ৪২, ইডব্লুএস ১১, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৮, ওবিসি এনসিএল ২৯, ব্যাকলগ ৬৫)।

জিওলজি (পোস্ট কোড ১৩): ৩৭ (অসংরক্ষিত ১৩, ইডব্লুএস ৩, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি এনসিএল ১০, ব্যাকলগ ৩)।

মাইনিং ডিসিপ্লিনের ক্ষেত্রে গেট পেপার কোড এমএন, সিভিলের ক্ষেত্রে সিই এবং জিওলজির ক্ষেত্রে গেটা পেপার কোড জিজি।য

যোগ্যতা: মাইনিং ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

সিভিল: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

জিওলজি: জিওলজি/ অ্যাপ্লায়েড জিওলজি/ জিওফিজিক্স/ অ্যাপ্লায়েড জিওফিজিক্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে এমএসসি/ এমটেক।

বয়সসীম: ৩১ আগস্ট ২০২৩ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতন: শুরুতে বেতন প্রতি মাসে ৫০০০০ টাকা। পে স্কেল ই২ গ্রেড অনুযায়ী ৫০০০০-১৬০০০০ টাকা।

রাজ্যে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

আবেদনের ফি: ১০০০ টাকা সঙ্গ ১৮০ টাকা জিএসটি। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.coalindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

ইসিআইএলে অ্যাপ্রেন্টিস

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ অক্টোবর ২০২৩ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য পাওয়া যাবে উপরোক্ত ওয়েবসাইটে। CIL Management Trainee Jobs