Site icon জীবিকা দিশারী

কোল ইন্ডিয়া কলকাতায় ২২ ম্যানেজার

cil recruitment

কোল ইন্ডিয়া লিমিটেডে ২২ জন জেনারেল ম্যানেজার, চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, ডেপুটি ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে (cil recruitment)। বিজ্ঞপ্তি নম্বর: ১৯.০৪.২০২১।

শূন্যপদ: জেনারেল ম্যানেজার: ১, চিফ ম্যানেজার: ৩, সিনিয়র ম্যানেজার: ৪, ম্যানেজাপ: ৪, ডেপুটি ম্যানেজার: ৫, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ৫।

বয়সসীমা: জেনারেল ম্যানেজার পদে বয়সের ঊর্ধ্বসীমা ৫৫ বছর, চিফ ম্যানেজার পদে ৫২ বছর,

সিনিয়র ম্যানেজার পদে ৪৮, ম্যানেজার পদে ৪৪, ডেপুটি ম্যানেজার পদে ৪০ ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৩৬।

যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে যে-কোনো শাখায় স্নাতক সঙ্গে অ্যাসোশিয়েট/ ফেলো মেম্বারশিপ সহ কোম্পানি সেক্রেটারিয়েট যোগ্যতা।

ল-তে পূর্ণ সময়ের আন্ডার গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বাঞ্ছনীয়।

অভিজ্ঞতা: সরকারি প্রতিষ্ঠানে পদ অনুযায়ী যথাক্রমে জেনারেল ম্যানজোর পদে ২৩ বছর, চিফ ম্যানেজার পদে ২০ বছর,

সিনিয়র ম্যানজোর পদে ১৬ বছর, ম্যানেজার পদে ১২ বছর, ডেপুটি ম্যানেজার পদে ৮ বছর ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবেতেই বাড়তি ২ বছরের অভিজ্ঞতা দরকার।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে (cil recruitment)।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.coalindia.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ১৯ এপ্রিলের মধ্যে পৌঁছতে হবে General Manager (Personnel/Recruitment), COAL INDIA LIMITED, COAL BHAWAN, PREMISE No- 04-1111, AF-111, ACTION AREA-1A, NEW TOWN, RAJARHAT, KOLKATA 700156 ঠিকানায়। এছাড়াও ইমেল করতে হবে csrecruitment.cil@coalindia.in আইডিতে।

দরখাস্তের বয়ান ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

Exit mobile version