সিআইএসএফে কনস্টেবল নিয়োগ

362
0

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ১১৩০টি শূন্যপদে কনস্টেবল/ ফায়ার (পুরুষ) নিয়োগ করা হবে। CISF Constable Recruitment 2024

যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিষয় সহ দ্বাদশ শ্রেণি বা সমতুল পাশ।

শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসেবে।

বয়সঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

বেতনঃ পে লেভেল ৩ অনুযায়ী ২১৭০০-৬৯১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

প্রার্থী বাছাই পদ্ধতিঃ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট/ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন,

লেখা পরীক্ষা ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

লেখা পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়্যারনেস (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর),

এলিমেন্টারি ম্যাথেমিটক্স (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর), ইংলিশ/ হিন্দি (২৫টি প্রশ্ন, ২৫ নম্বর)। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা।

আবেদনের ফিঃ ১০০ টাকা। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস

আবেদেনর পদ্ধতিঃ https://cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ

অনলাইন আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১১টা পর্যন্ত। CISF Constable Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন