ইউপিএসসির সিভিল সার্ভিস ইন্টারভিউ ২ আগস্ট থেকে

1029
0
civil service interview

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২০ সালের সিভিল সার্ভিস মেইন এগজামিনেশনের লিখিত পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে গত ২৩ মার্চ।
সেইমতো সফল ২০৪৬ প্রার্থীর পার্সোন্যালিটি টেস্ট (ইন্টারভিউ) হবার কথা ছিল গত ২৬ এপ্রিল থেকে। কিন্তু কোভিড-১৯-এর ব্যাপক প্রাদুর্ভাবের কারণে তা স্থগিত রাখা হয়।
ইতিমধ্যে ইন্টারভিউ শুরুর নতুন সূচি ঠিক করা হয়েছে। ইন্টারভিউ শুরু হবে আগামী ২ আগস্ট সোমবার থেকে, চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
দিনগুলিতে দুটি সেশনে ইন্টারভিউ হবে, সকালে ৯টা থেকে, দুপুরে ১টা থেকে।
এজন্য ই-সামন লেটার খুব শীঘ্রই ওয়েবসাইটে (https://www.upsc.gov.in ও https://www.upsconline.in) আপলোড করে দেওয়া হবে। প্রার্থীরা তা ডাউনলোড করে প্রিন্ট-আউট নিয়ে ইন্টারভিউ দিতে পারবেন, অন্য কোনোভাবে কাউকে পাঠানো বা দেওয়া হবে না।
কাদের কবে কখন ইন্টারভিউ তা জানতে পারবেন ৯ জুন প্রকাশিত এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে: