চিত্তরঞ্জন লোকোমোটিভে ৪৯২ অ্যাপ্রেন্টিস

1728
0
CLW Recruitment 2024

চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ৪৯২ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। নোটিস নম্বর: TS/157/AITT(Part)/2021.

শূন্যপদ: ফিটার: ২০০, টার্নার: ২০, মেশিনিস্ট: ৫৬, ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ৮৮, ইলেক্ট্রিশিয়ান: ১১২, রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক্স: ৪, পেইন্টার (জি): ৪, পেইন্টার (জি): ১২।

বয়সসীমা: ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। ট্রেনিং চলাকালীন

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে তারপর চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে আবেদন করতে হবে। ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। অনলাইন আবেদন করা যাবে ৩ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত (chittaranjan locomotive apprentice)।

 

বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিয়ান, অ্যাসিস্ট্যান্ট নিয়োগের খবর দেখতে ক্লিক করুন