চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে ৪৯২টি শূন্যপদে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নেওয়া হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। CLW Recruitment 2024
আবেদন করা যাবে ১৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত।
শূন্যপদের বিন্যাসঃ ফিটারঃ ২০০, টার্নারঃ ২০, মেশিনিস্টঃ ৫৬, ওয়েল্ডার (জিঅ্যান্ডই) ৮৮,
ইলেক্ট্রিশিয়ানঃ ১১২, রেফ্রিজেরেটর অ্যান্ড এসি মেকানিকঃ ৪, পেইন্টার (জি) ১২।
বয়সঃ ২৭ মার্চ ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে (জন্মতারিখ ২৭ মার্চ ২০০০ থেকে ২৭ মার্চ ২০০৯ সালের মধ্যে)।
সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
যোগ্যতাঃ কোনো স্বীকৃত বোর্ড থেকে ১০+২ সিস্টেমে ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে এনসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই।
ট্রেনিং চলাকালীন অ্যাপ্রেন্টিস অ্যাক্টের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে।
অষ্টম শ্রেণি যোগ্যতায় কাজের সুযোগ
আবেদনের পদ্ধতিঃ www.apprenticeshipindia.org পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।
প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
এসএসসির মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ
অনলাইন আবেদন করা যাবে ১৮ এপ্রিল ২০২৪ তারিখ পর্যন্ত। CLW Recruitment 2024
নোটিসটি দেখতে ক্লিক করুন