রাজ্যের মৎস্য গবেষণা কেন্দ্রে নিয়োগ

353
0
CMFRI Recruitment 2024

আইসিএআর- সেন্ট্রাল মেরিন ফিশারিস রিসার্চ ইনস্টিটিউটের দীঘা রিজিওনাল স্টেশনে ইয়াং প্রফেশনাল নিয়োগ করা হবে। CMFRI Recruitment 2024

যোগ্যতাঃ ফিশারিস সায়েন্স/ মেরিন সায়েন্স/ মেরিন বায়োলজিতে স্নাতক।

বয়সঃ বয়স হতে হবে ২১-৪৫ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিকঃ প্রতি মাসে ৩০০০০ টাকা।

আবেদনের পদ্ধতিঃ আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.cmfri.org.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

যাবতীয় প্রমাণপত্রাদির স্ক্যান কপি এবং নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ৩০ মে ২০২৪ তারিখের মধ্যে মেল করতে হবে digharccmfri@gmail.com আইডিতে।

অনলাইন ইন্টারভিউ হবে ৭ জুন ২০২৪ তারিখ। CMFRI Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

দশম শ্রেণি যোগ্যতায় ডিপ্লোমা কোর্সে ভর্তি

ইউপিএসসির এনডিএ অ্যান্ড এনএ পরীক্ষা