আলিপুরদুয়ারে নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

1107
0
CMOH Alipurduar recruitment 2023

চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ আলিপুরদুয়ার জেলার অধীন আলিপুরদুয়ার এবং ফালাকাটা পুরসভায় (CMOH Alipurduar recruitment 2023)

৩৬ জন মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অফিসার ও স্টাফ নার্স নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে ।

মেমো নম্বর: DH&FWS/APD/No.2023-24/90.

শূন্যপদ: মেডিক্যাল অফিসার: ১২, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার: ৮, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ৮, স্টাফ নার্স: ৮।

বয়স: মেডিক্যাল অফিসার ও স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬৭ বছর।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং স্টাফ নার্স পদে বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: মেডিক্যাল অফিসার: এমবিবিএস ডিগ্রি সঙ্গে এক বছরের কম্পালসারি ইন্টার্নশিপ, ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভু্ক্ত থাকতে হবে। উচ্চতর যোগ্যতা থাকলে অগ্রাধিকার।

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (মেডিসিন/ পেডিয়াট্রিক্স/ অপথালমোলজিস্ট/ জেঅ্যান্ডও): এমবিবিএস সঙ্গে ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ এবং সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমা।

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কোনো ইনস্টিটিউট থেকে অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি (এএনএম) কোর্স

এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বাংলা ভাষায় দক্ষতা থাকতে হবে এবং আলিপুরদুয়ারের স্থায়ী বাসিন্দা হতে হবে।

স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি পাশ।

আবেদনের ফি: ১০০ টাকা, তপশিলি জাতি/ উপজাতিদের ক্ষেত্রে ৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদনের ফি দিতে হবে।

ডিমান্ড ড্রাফট কাটতে হবে DH & FWS, ALIPURDUAR, NON NHM ACCOUNT-এ অনুকূলে, প্রদেয় হবে আলিপুদুয়ারে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন ডিমান্ড ড্রাফট সঙ্গে নিয়ে যেতে হবে।

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে আগামী ৪ মে ২০২৩ তারিখে। ঠিকানা: Office of the Chief Medical Officer of Health, Alipurduar, Babupara, Maya Talkies Road, Ward No-12, Pin- 736121.

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, ডিমান্ড ড্রাফট ও যাবতীয় প্রমাণপত্রাদির অরিজিনাল ও স্ব-প্রত্যয়িত জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য www.wbhealth.gov.in এবং www.alipurduar.gov.in ওয়েবসাইট থেকে আবেদনপত্রের বয়ান ডাউনলোড করা যাবে (CMOH Alipurduar recruitment 2023)।

আবেদনপত্রের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন   

 

অফিসিয়াল নোটিফিকেশন দেখতে ক্লিক করুন

 

আরও পড়ুন:  জেনারেল নলেজ প্রশ্নোত্তর

বিএসএফে হেড কনস্টেবল নিয়োগ