Site icon জীবিকা দিশারী

মালদায় নার্স, মেডিক্যাল অফিসার নিয়োগ

CMOH Malda Recruitment

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন মালদায় ৩০টি শূন্যপদে মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, CMOH Malda Recruitment

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন), ফার্মাসিস্ট নিয়োগ করা হবে। মেমো নম্বর: DH&FWS/2557.

যোগ্যতা, বয়স ও বেতন: মেডিক্যাল অফিসার: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো

ইনস্টিটিউট থেকে এমবিবিএস সঙ্গে ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ। বয়স হতে হবে ১৮-৬২ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ৬০০০০ টাকা।

স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি অথবা বিএসসি নার্সিং।

ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে এবং বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।

ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি/ ম্যাথমেটিক্স সহ উচ্চমাধ্যমিক পাশ এবং মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা।

কম্পিউটার, এমএস অফিস এবং ইন্টারনেটের জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১৯-৪০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ২২০০০ টাকা।

দুর্গাপুরে নার্সিং ট্রেনিং

কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (মহিলা): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে এএনএম কোর্স এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।

বাংলা ভাষার জ্ঞান থাকতে হবে এবং প্রার্থীকে মালদার স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বেতন প্রতি মাসে ১৩০০০ টাকা।

স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ

ফার্মাসিস্ট: ফার্মাসি (ডি-ফার্মা)-তে দু বছরের ডিপ্লোমা এবং ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে `এ’ ক্যাটেগরি ফার্মাসিস্ট হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স ২১-৪০ বছরের মধ্যে।

বেতন প্রতি মাসে ২২০০০ টাকা।

সবক্ষেত্রেই ১ জানুয়ারি ২০২৩ তারিখের হিসেবে বয়স হতে হবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে কনস্টেবল নিয়োগ

আবেদনের ফি: ১০০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১২ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। CMOH Malda Recruitment

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Exit mobile version