নদিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

912
0

জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন নদিয়ায় জাতীয় স্বাস্থ্য মিশনে চুক্তির ভিত্তিতে ৩৯০টি শূন্যপদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। CMOH Nadia Recruitment 2023

মেমো নম্বর: CMOH-Nad/5871.

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল– ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক এপিডেমিওলজিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার,

স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (পেডিয়াট্রিক্স), স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (জিঅ্যান্ডও),

ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার (অপথ্যালমোলজিস্ট), কাউন্সেলর, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজার, সোশ্যাল ওয়ার্কার, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র মেডিক্যাল অফিসার,

সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কমিউনিটি নার্স, যোগা ইনস্ট্রাক্টর, মাল্টি টাস্কিং স্টাফ, অ্যাকাউন্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ৭ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। CMOH Nadia Recruitment 2023

নোটিসটি দেখতে ক্লিক করুন