কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়োগ

908
0
CNCI Kolkata Recruitment 2023

কলকাতার চিত্তরঞ্জন ক্যানসার ইনস্টিটিউটে ওরাল অনকোলজি ডিপার্টমেন্টে দুজন স্টাইপেন্ডিয়ারি ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। CNCI Kolkata Recruitment 2023

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: N-454/2023.

যোগ্যতা: এনএমসি স্বীকৃত এমএস/ ডিএনবি (ইএনটি) বা সমতুল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। প্রতি মাসে ৫০০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

নদিয়ায় স্বাস্থ্যকর্মী নিয়োগ

বয়স: বয়সের ঊর্ধ্বসীমা ৪৫ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ২০০ টাকা। Bank Details- Account Number- 11126767907, SBI-BHOWANIPORE (Code- 00040), IFSC Code- SBIN0000040, MICR Code- 700002016.

ইন্টারভিউয়ের তারিখ: ইন্টারভিউ হবে ২২ নভেম্বর ২০২৩ তারিখ সকাল ১১টা থেকে। ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স ও অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে।

ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ

ঠিকানা– 1st Campus of Chittaranjan National Cancer Institute, 37, S.P.Mukherjee Road, Kolkata- 700026 (1st Floor Conference Room).

নোটিসটি দেখতে ক্লিক করুন

দরখাস্তের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন

 

 

CNCI Kolkata Recruitment 2023