চিত্তরঞ্জন হাসপাতালে স্নাতক যোগ্যতায় সুপারভাইজার

1485
0
CNCI Recruitment 2023

কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে সুপারভাইজার পদে নিয়োগ চলছে। CNCI Recruitment 2023

নিয়োগ প্রক্রিয়াটি হবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে। বিজ্ঞপ্তি নম্বর: ৩২৮।

কলকাতার এসএন বোস সেন্টারে নিয়োগ

শূন্যপদ: নাইট সুপারভাইজার: ৪ (নিউটাউন ক্যাম্পাস)। সুপারভাইজার: ৩ (হাজরা ক্যাম্পাস)।

যোগ্যতা: স্নাতক পাশ সঙ্গে হসপিটাল অপারেশনে সাত বছরের অভিজ্ঞতা

অথবা বিএইচএম/ এমএইচএম সঙ্গে হসপিটাল অপারেশনে পাঁচ বছরের অভিজ্ঞতা।

বেতন: প্রতি মাসে ৩০০০০ টাকা।

কলকাতায় ফায়ারম্যান নিয়োগ, বেতন ২১৩০০

আবেদনের ফি: ৮৮৫ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ইডব্লুএস এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫৩১ টাকা।

মাধ্যমিক যোগ্যতায় কনস্টেবল নিয়োগ

আবেদনের পদ্ধতি: www.becil.com অথবা https://becilregistration.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ জুন ২০২৩ তারিখ পর্যন্ত।

নোটিসটি দেখতে ক্লিক করুন

CNCI Recruitment 2023