রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ৪৯ অফিসার, অ্যাসিঃ ও সুপারভাইজার

4374
0

ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে বিভিন্ন সমবায় ব্যাঙ্কে ৪৯ জন অফিসার, অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট/ সুপারভাইজার/ ক্যাশিয়ার, সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অফিসার ও অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২০।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পোস্ট কোড, শূন্যপদ, যোগ্যতা: অফিসার পদ: পোস্ট কোড ৩২০০১: গ্রেড টু স্কেল ওয়ান (বাঁকুড়া ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ২ (তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। পোস্ট কোড ৩২০০২: গ্রেড টু স্কেল ওয়ান (বাঁকুড়া ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ১ (তপশিলি উপজাতি), বিকম সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ।

গ্রুপ সি পদ: পোস্ট কোড ৩২০০৩: অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি (দ্য বাঁকুড়া টাউন কোপ-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ২ (অসংরক্ষিত), বিকম সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট (সাউথ ২৪ পরগনাজ কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ২ (অসংরক্ষিত), বিকম সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ।

পোস্ট কোড ৩২০০৪: অ্যাসিস্ট্যান্ট/ সুপারভাইজার/ ক্যাশিয়ার গ্রেড থ্রি (রায়গঞ্জ সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি এ ১, তপশিলি জাতি ২, ওবিসি বি ১, তপশিলি উপজাতি ১), যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ।

পোস্ট কোড ৩২০০৫: গ্রেড থ্রি (দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত), যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। মাধ্যমিক/ আইসিএসই/ এইচএস/ আইএসসি নেপালি বা সমতুল।

পোস্ট কোড ৩২০০৬: ফিল্ড অফিসার (সাউথ ২৪ পরগনাজ কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড): ১ (অসংরক্ষিত), হায়ার সেকেন্ডারি বা সমতুল সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ।

পোস্ট কোড ৩২০০৭: অফিস অ্যাসিস্ট্যান্ট (জলপাইগুডিড় ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন): ১ (অসংরক্ষিত), মাধ্যমিক বা সমতুল সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ। অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট (বর্ধমান রেঞ্জ ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইউনিয়ন): ১ (অসংরক্ষিত), মাধ্যমিক বা সমতুল সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ।

সবক্ষেত্রেই দশম/ দ্বাদশ শ্রেণির স্তরে প্রথম বা দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা থাকতে হবে (পোস্ট কোড ৩২০০৫-এর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়)।

আবেদনের ফি: ৬৫০ টাকা (পরীক্ষার ফি ৪০০+প্রসেসিং ফি ২৫০)। তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের পরীক্ষার ফি দিতে হবে না, শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ২৫০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: www.webcsc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর রাত ১১.৫৯ পর্যন্ত।

http://www.webcsc.org/doc/Detail_Advertisement_03_of_2020.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল