কোল ইন্ডিয়ায় ১০৮ মেডিক্যাল এগজিকিউটিভ

784
0
SECL Recruitment 2024

কোল ইন্ডিয়া লিমিটেডে ১০৮ জন মেডিক্যাল এগজিকিউটিভ নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ২৯৬৮/ ২০২২। (Coal India executive recruitment 2022)

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি হল: সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট (ই৪)/ মেডিক্যাল স্পেশ্যালিস্ট (ই৩), সিনিয়র মেডিক্যাল অফিসার (ই৩ গ্রেড), সিনিয়র মেডিক্যাল অফিসার ডেন্টাল (ই৩)।

সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্টের স্পেশ্যালিটিগুলি হল: সার্জেন, জেনারেল ফিজিশিয়ান, জিঅ্যান্ডও, অ্যানেসথেসিয়া, অর্থোপেডিক,

পেডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, প্যাথোলজি, ডারমেটোলজিস্ট, পালমোনোলজিস্ট/ টেস্ট স্পেশ্যালিস্ট, অপথ্যালমোলজিস্ট, ইএনটি, রেডিওলজিস্ট।

বেতনক্রম: সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট ই৪ গ্রেডে বেতন ৭০০০০-২০০০০০ টাকা, মেডিক্যাল স্পেশ্যালিস্ট ই৩ গ্রেডে ৬০০০০- ১৮০০০০ টাকা।

বাকি দুটি পদের ক্ষেত্রে ৬০০০০-১৮০০০০ টাকা।

কলকাতা পুরসভায় নার্স নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা: সিনিয়র মেডিক্যাল স্পেশ্যালিস্ট: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা কলেজ থেকে এমবিবিএস সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এবং তিন বছরের অভিজ্ঞতা।

মেডিক্যাল স্পেশ্যালিস্ট: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা কলেজ থেকে এমবিবিএস সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিএনবি।

সিনিয়র মেডিক্যাল অফিসার: মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা কলেজ থেকে এমবিবিএস।

সিনিয়র মেডিক্যাল অফিসার ডেন্টাল: ডেন্টাল কাউন্সিল অব ইন্ডিয়া স্বীকৃত কোনো ইনস্টিটিউট বা কলেজ থেকে বিডিএস সঙ্গে কোনো হাসপাতাল/ ক্লিনিকে এক বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: সিনিয়র স্পেশ্যালিস্ট পদে বয়সের ঊর্ধ্বসীমা ৪২ বছর। বাকি পদগুলির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর।

সবক্ষেত্রেই বয়স সম্পূর্ণ হতে হবে ৩১ আগস্ট ২০২২ তারিখের হিসেবে এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.coalindia.in/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি ২৯ অক্টোবর ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে পৌছতে হবে Dy. GM (Personnel)/ HoD (EE), at Executive Establishment Department, 2nd Floor, Coal Estate, Western Coalfields Limited. Civil Lines, Nagpur, Maharashtra- 440001 ঠিকানায়।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Coal India executive recruitment 2022)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন