কোল ইন্ডিয়ায় ৫৮৮ ম্যানেজমেন্ট ট্রেনি

1600
0
SECL Recruitment 2024

কোল ইন্ডিয়া লিমিটেডে ৫৮৮ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে৷ বৈধ গেট স্কোর থাকতে হবে৷ বিজ্ঞপ্তি নম্বর: ০৩/২০২১৷ (Coal India recruitment)

শূন্যপদ: মাইনিং (পোস্ট কোড ১১): ২৫৩ (অসংরক্ষিত ৮৮, ইডব্লুএস ৪৫, তপশিলি জাতি ৩৭, তপশিলি উপজাতি ১৫, ওবিসি ৬৮)৷

ইলেক্ট্রিক্যাল (পোস্ট কোড ১২): ১১৭ (অসংরক্ষিত ৫০, ইডব্লুএস ১১, তপশিলি জাতি ১৭, তপশিলি উপজাতি ৮, ওবিসি ৩১)৷

মেকানিক্যাল (পোস্ট কোড ১৩): ১৩৪ (অসংরক্ষিত ৫৪, ইডব্লুএস ১৩, তপশিলি জাতি ২০, তপশিলি উপজাতি ১০, ওবিসি ৩৭)৷

সিভিল (পোস্ট কোড ১৪): ৫৭ (অসংরক্ষিত ২৮, ইডব্লুএস ৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ৪, ওবিসি ১৩)৷

ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (পোস্ট কোড ১৫): ১৫ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)৷

জিওলজি (পোস্ট কোড ১৬): ১২ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি ৩)৷

যোগ্যতা: জিওলজি ডিসিপ্লিনের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে জিওলজি বা অ্য্যাপ্লায়েড জিওলজি বা জিওফিজিক্স বা অ্যাপ্লায়েড জিওফিজিক্সে এমএসসি/ এমটেক৷

বাকি ডিসিপ্লিনের ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)৷

সবক্ষেত্রেই ২০২১ সালের বৈধ গেট স্কোর থাকতে হবে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন অর্থাৎ ৫৫ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন৷

ইলেক্ট্রিক্যাল ডিসিপ্লিনের ক্ষেত্রে সমতুল ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,

ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং৷ মেকানিক্যালের সমতুল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং৷

সিভিলের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং৷

বয়সসীমা: ৪ আগস্ট ২০২১ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতনক্রম: ই-২ গ্রেডে ৫০০০০-১৬০০০০ টাকা, প্রতি মাসে বেসিক পে ৫০০০০ টাকা৷

আবেদনের ফি: ১১৮০ টাকা (আবেদনের ফি ১০০০ টাকা সঙ্গে ১৮০ টাকা জিএসটি)৷ তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.coalindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে (Coal India recruitment)৷

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ১১.৫৯ পর্যন্ত৷

নোটিসটি দেখতে ক্লিক করুন