কোল ইন্ডিয়া লিমিটেডে ম্যানেজার

941
0
SECL Recruitment 2024

কোল ইন্ডিয়া লিমিটেডে ১৪ জন চিফ ম্যানেজার (সিকিউরিটি) এবং জেনারেল ম্যানেজার (সিকিউরিটি) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০২২.

যোগ্যতা: যে কোনো শাখায় স্নাতক সঙ্গে সিকিউরিটি ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিতে দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা এবং ম্যানেজমেন্টে দু বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বাড়তি যোগ্যতা হিসাবে ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হিসেবে।

বয়সসীমা: ৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.coalindia.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদনপত্র পাঠাতে হবে Dy. General Manager (Personnel/Rectt.) Coal India Limited, ‘Coal Bhawan’, Premise No-04, MAR Plot No. AF-III, Action Area-1A, New Town, Rajarhat, Kolkata- 700156 ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে ১ মার্চ ২০২২ তারিখ বিকাল ৫টার মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

নোটিসটি দেখতে ক্লিক করুন