কোল ইন্ডিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনি

schedule
2022-06-22 | 08:44h
update
2022-06-22 | 08:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

কোল ইন্ডিয়া লিমিটেডে মাইনিং, সিভিল, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, সিস্টেম অ্যান্ড ইডিপি ডিসিপ্লিনে ১০৫০ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে (Coal India trainee 2022)।

বৈধ গেট ২০২২ স্কোর থাকতে হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০২/২০২২।

শূন্যপদের বিন্যাস: মাইনিং: ৬৯৯ (অসংরক্ষিত ২৯৫, ইডব্লুএস ৭০, তপশিলি জাতি ৯৮, তপশিলি উপজাতি ৫৫, ওবিসি এমসিএল ১৮১)।

সিভিল: ১৬০ (অসংরক্ষিত ৭১, ইডব্লুএস ১৬, তপশিলি জাতি ২১, তপশিলি উপজাতি ১২, ওবিসি এনসিএল ৪০)।

ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: ১২৪ (অসংরক্ষিত ৫২, ইডব্লুএস ১২, তপশিলি জাতি ১৮, তপশিলি উপজাতি ৯, ওবিসি এনসিএল ৩৩)।

সিস্টেম অ্যান্ড ইডিপি: ৬৭ (অসংরক্ষিত ২৬, ইডব্লুএস ৭, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ৫, ওবিসি এনসিএল ১৮)।

Advertisement

যোগ্যতা: মাইনিং/ সিভিল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন: ন্যূনতম ৬০ শতাংশ নম্বল নিয়ে সংশ্লিষ্ট শাখায় বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)।

সিস্টেম অ্যান্ড ইডিপি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ আইটিতে বিই/বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) অথবা এমসিএ।

সবক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে পাশ করে থাকতে হবে এবং তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় পাবেন।

বয়সসীমা: ৩১ মে ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেসিক পে ৫০০০০ টাকা, ট্রেনিং শেষে ই-থ্রি গ্রেডে বেতন ৬০০০০-১৮০০০০ টাকা।

প্রার্থী বাছাই পদ্ধতি: গেট ২০২২ স্কোরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১১৮০ টাকা (আবেদনের ফি ১০০০ টাকা+ জিএসটি ১৮০ টাকা)। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.coalindia.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও নথিপত্র স্ক্যান করে রাখতে হবে,

অনলাইন আবেদনের সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৩ জুন সকাল ১০টা থেকে ২২ জুলাই ২০২২ তারিখ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।

অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Coal India trainee 2022)।

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
21.04.2024 - 22:19:04
Privacy-Data & cookie usage: