সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ৩১০ স্বাস্থ্যকর্মী, ওভারসিয়ার, ডেটা অপারেটর

3658
0
data entry operator recruitment

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডে ৩১০ জন জুনিয়র ডেটা এন্ট্রি অপারেটর, ওভারসিয়ার (সিভিল), স্টাফ নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান (প্যাথোলজিক্যাল), জুনিয়র টেক ইসিজি, টেকনিশিয়ান (রেডিওগ্রাফার), ফিজিওথেরাপিস্ট, জুনিয়র টেকনিক্যাল ইনস্পেক্টর ও জুনিয়র কেমিস্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের রেফারেন্স নম্বর: SECL/BSP/P/NEE/2020-21/342.

শূন্যপদ: জুনিয়র ডেটা এন্ট্রি অপারেটর: ৮৮ (অসংরক্ষিত ৬৯, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৬), ওভারসিয়ার (সিভিল): ২৫ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১), স্টাফ নার্স: ৭০ (অসংরক্ষিত ৫৫, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ৫), ফার্মাসিস্ট: ৮ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১), টেকনিশিয়ান (প্যাথোলজি): ৩ (অসংরক্ষিত), জুনিয়র টেকনিশিয়ান (ইসিজি): ১ (অসংরক্ষিত), টেকনিশিয়ান (রেডিওগ্রাফার): ৩ (অসংরক্ষিত), ফিজিওথেরাপিস্ট: ১ (অসংরক্ষিত), জুনিয়র টেকনিক্যাল ইনস্পেক্টর: ৯৭ (অসংরক্ষিত ৭৬, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ৭), জুনিয়র কেমিস্ট: ১৪ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)।

যোগ্যতা: জুনিয়র ডেটা এন্ট্রি অপারেটর: ম্যাট্রিকুলেশন বা সমতুল সার্টিফিকেট।

ওভারসিয়ার (সিভিল): ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (৩ বছরের কোর্স)।

স্টাফ নার্স: ১০+২ সঙ্গে সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা বা সার্টিফিকেট।

ফার্মাসিস্ট: ম্যাট্রিকুলেশন সঙ্গে ফার্মাসিস্ট পাশ এবং ফার্মাসি অ্যাক্টে বৈধ রেজিস্ট্রেশন।

টেকনিশিয়ান (প্যাথোলজিক্যাল): প্যাথোলজিতে ডিপ্লোমা।

জুনিয়র টেকনিশিয়ান ইসিজি: উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে ইসিজি টেকনিশিয়ান হিসেবে দু বছরের অভিজ্ঞতা।

টেকনিশিয়ান (রেডিওগ্রাফার): রেডিওগ্রাফিতে ডিপ্লোমা।

ফিজিওথেরাপিস্ট: ফিজিওথেরাপিতে ডিপ্লোমা (অন্তত ৩ বছরের কোর্স)।

জুনিয়র টেকনিক্যাল ইনস্পেক্টর: কেমিস্ট্রি সহ সায়েন্স গ্র্যাজুয়েট।

জুনিয়র কেমিস্ট: কেমিস্ট্রি সহ সায়েন্স গ্র্যাজুয়েট।

আবেদনের পদ্ধতি: www.secl.cil.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

 

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল