কোস্ট গার্ডে ৩৫০ নাবিক ও যান্ত্রিক পদে নিয়োগ

3701
0
Coast Guard Recruitment 2024

ভারতীয় কোস্ট গার্ডে ০১/২০২২ ব্যাচে ট্রেনিং দিয়ে নাবিক (জেনারেল ডিউটি), নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) ও যান্ত্রিক পদে নিয়োগ করা হবে৷

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষরা আবেদনের যোগ্য৷

শূন্যপদ: নাবিক (জেনারেল ডিউটি): ২৬০ (অসংরক্ষিত ১০৮, ইডব্লুএস ২৬, ওবিসি ৬৭, তপশিলি উপজাতি ১৯, তপশিলি জাতি ৪০),

নাবিক (ডোমেস্টিক ব্র্যাঞ্চ): ৫০ (অসংরক্ষিত ২৩, ইডব্লুএস ৫, ওবিসি ১৭, তপশিলি উপজাতি ২, তপশিলি জাতি ৩),

যান্ত্রিক (মেকানিক্যাল): ২০ (অসংরক্ষিত ৮, ইডব্লুএস ৩, ওবিসি ৬, তপশিলি জাতি ৩),

যান্ত্রিক (ইলেক্ট্রিক্যাল): ১৩ (অসংরক্ষিত ৬, ইডব্লুএস ২, ওবিসি ৪, তপশিলি জাতি ১), যান্ত্রিক (ইলেক্ট্রনিক্স): ৭ (অসংরক্ষিত ৬, ওবিসি ১)৷

শিক্ষাগত যোগ্যতা: নাবিক (জেনারেল ডিউটি): স্বীকৃত কোনো বোর্ড থেকে ম্যাথমেটিক্স ও ফিজিক্স সহ ১০+২ পাশ৷

নাবিক (ডোমেস্টিক ব্র্যাঞ্চ): স্বীকৃত কোনো বোর্ড থেকে দশম শ্রেণি পাশ৷

যান্ত্রিক: স্বীকৃত কোনো বোর্ড থেকে দশম শ্রেণি পাশ এবং এআইসিটিই স্বীকৃত ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন (রেডিও/ পাওয়ার) ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা৷

বয়সসীমা: বয়স হতে হবে ১৮-২২ বছরের মধ্যে৷ নাবিক (জেনারেল ডিউটি) এবং যান্ত্রিক পদে জন্মতারিখ হতে হবে ১ ফেব্রুয়ারি ২০০০ থেকে ৩১ জানুয়ারি ২০০৪ তারিখের মধ্যে এবং নাবিক (ডোমেস্টিক ব্র্যাঞ্চ) ১ এপ্রিল ২০০০ থেকে ৩১ মার্চ ২০০৪ তারিখের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন৷

বেতনক্রম: নাবিক পদে লেভেল ৩ অনুযায়ী শুরুতে ২১৭০০ টাকা এবং যান্ত্রিক পদে লেভেল ৫ অনুযায়ী শুরুতে ২৯২০০ টাকা৷

নাবিক (জেনারেল ডিউটি) ও যান্ত্রিক পদে ট্রেনিং শুরু হবে ফেব্রুয়ারি ২০২২ থেকে ও নাবিক (ডোমেস্টিক ব্র্যাঞ্চে) ট্রেনিং শুরু হবে এপ্রিল ২০২২ থেকে৷ ট্রেনিং হবে আইএনএস চিলকায়৷

প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷

পরীক্ষার ফি: ২৫০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতিদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ২ জুলাই সকাল ১০টা থেকে ১৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

 

https://joinindiancoastguard.cdac.in/assets/img/news/ICG_FULL%20PAGE_EP%2001%20OF%202022%20BATCH.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে৷