কোস্টগার্ডে ৭০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

413
0
Coast Guard Recruitment 2024

ভারতীয় কোস্টগার্ডে ২০২৫ ব্যাচে ট্রেনিং দিয়ে ৭০ জন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (জেনারেল ডিউটি, টেকনিক্য্যাল (Coast Guard Recruitment 2024)

(ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স) নিয়োগ করা হবে৷

অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ৬ মার্চ ২০২৪ তারিখ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত।

(Assistant commandant in coast guard)।

যোগ্যতা: জেনারেল ডিউটি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক।

উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

টেকনিক্যাল (মেকানিক্যাল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ন্যাভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ মেরিন/ অটোমোটিভ/ মেকাট্রনিক্স/

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন/ মেটালার্জি/ ডিজাইন/ অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

টেকনিক্যাল (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন/ কন্ট্রোল/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

দ্বাদশ শ্রেণি স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ

বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ১ জুলাই ১৯৯৯- ৩০ জুন ২০০৩ তারিখের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদঃ জেনারেল ডিউটিঃ ৫০ (তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৭, ওবিসি ১৮, ইডব্লুএস ২, অসরংক্ষিত ১৭)।

টেকনিক্যাল- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যালঃ ২০ (তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, অসরংক্ষিত ৫)।

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://joinindianjcoastguard.cdac.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ৬ মার্চ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। (Coast Guard Recruitment 2024)

নোটিসটি দেখতে ক্লিক করুন