কোস্ট গার্ডে ২৬০ চাকরি উচ্চমাধ্যমিক তরুণদের জন্য

495
0
Coast Guard Recruitment 2024

ভারতীয় কোস্ট গার্ডে ১০+২ এন্ট্রি স্কিমে ০২/২০২৪ ব্যাচে ট্রেনিং দিয়ে ২৬০ জন নাবিক (জেনারেল ডিউটি) নিয়োগ করা হবে। Coast Guard Recruitment 2024

নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষরা আবেদনের যোগ্য।

মোট ২৬০টি শূন্যপদের মধ্যে অসংরক্ষিত ১০২, ইডব্লুএস ২৬, ওবিসি ৫৭, তপশিলি উপজাতি ২৮, তপশিলি জাতি ৪৭।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর সহ ম্যাথমেটিক্স ও ফিজিক্স নিয়ে উচ্চমাধ্যমিক (১০+২) বা সমতুল পাশ।

বয়স: ন্যূনতম বয়সসীমা ১৮ বছর এবং বয়সের ঊর্ধ্বসীমা ২২ বছর।

জন্মতারিখ ১ সেপ্টেম্বর ২০০২ থেকে ৩১ আগস্ট ২০০৬- এর মধ্যে হতে হবে। বয়সের ঊর্ধ্বসীমায় তপশিলিরা ৫ বছর ও ওবিসিরা ৩ বছর ছাড় পাবেন।

দৈহিক মাপজোক: ন্যূনতম উচ্চতা হতে হবে ১৫৭ সেমি। পার্বত্য অঞ্চলের বাসিন্দারা উচ্চতার ক্ষেত্রে ছাড় পাবেন নিয়মানুযায়ী।

উচ্চতার সঙ্গে ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। বুকের ছাতি ৫ সেন্টিমিটার পর্যন্ত ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

চোখের দৃষ্টিমান হতে হবে ৬/৬ (ভালো চোখে) এবং ৬/৯ (খারাপ চোখে)। উপযুক্ত শ্রবণশক্তি থাকতে হবে।

শরীরে স্থায়ী ট্যাটু থাকলে সে বিষয়ে কিছু কড়াকড়ি আছে, বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী শুরুর বেসিক পে ২১৭০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

পদোন্নতি হতে পারে প্রধান আধিকারী স্তরে, তার মূল বেতন ৪৭৬০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

পরীক্ষার ফিঃ ৩০০ টাকা। ভিসা/ মাস্টার/ রুপে ক্রেডিট/ ডেবিট কার্ড/ ইউপিআইয়ের মাধ্যমে আবেদনের ফি দেওয়া যাবে।

তপশিলি জাতি/উপজাতি প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.joinindiancoastguard.gov.in ওয়েবাসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। Coast Guard Recruitment 2024

নোটিসটি দেখতে ক্লিক করুন