Site icon জীবিকা দিশারী

কোস্টগার্ডে ৭০ অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট

Coast Guard Recruitment 2024

ভারতীয় কোস্টগার্ডে ২০২৫ ব্যাচে ট্রেনিং দিয়ে ৭০ জন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (জেনারেল ডিউটি, টেকনিক্য্যাল (Coast Guard Recruitment 2024)

(ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স) নিয়োগ করা হবে৷

অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে ৬ মার্চ ২০২৪ তারিখ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত।

(Assistant commandant in coast guard)।

যোগ্যতা: জেনারেল ডিউটি: ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে যে কোনো শাখায় স্নাতক।

উচ্চমাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক বিষয়ের প্রতিটিতে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

টেকনিক্যাল (মেকানিক্যাল): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ন্যাভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ মেরিন/ অটোমোটিভ/ মেকাট্রনিক্স/

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন/ মেটালার্জি/ ডিজাইন/ অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেসে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

টেকনিক্যাল (ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স): ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন/ ইনস্ট্রুমেন্টেশন/ কন্ট্রোল/

ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইলেক্ট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

দ্বাদশ শ্রেণি স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স বিষয় হিসেবে থাকতে হবে।

কলকাতার ট্রপিক্যাল মেডিসিনে কর্মী নিয়োগ

বয়সঃ ১ জুলাই ২০২৪ তারিখের হিসেবে বয়স হতে হবে ২১-২৫ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ১ জুলাই ১৯৯৯- ৩০ জুন ২০০৩ তারিখের মধ্যে)।

সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শূন্যপদঃ জেনারেল ডিউটিঃ ৫০ (তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ৭, ওবিসি ১৮, ইডব্লুএস ২, অসরংক্ষিত ১৭)।

টেকনিক্যাল- ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেক্ট্রিক্যালঃ ২০ (তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮, অসরংক্ষিত ৫)।

ঝাড়গ্রামে স্বাস্থ্যকর্মী নিয়োগ

আবেদনের পদ্ধতিঃ https://joinindianjcoastguard.cdac.in লিঙ্কে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টা থেকে ৬ মার্চ বিকেল ৫.৩০ মিনিট পর্যন্ত। (Coast Guard Recruitment 2024)

নোটিসটি দেখতে ক্লিক করুন

 

Exit mobile version