কোচি শিপইয়ার্ডে ৩৫৬ অ্যাপ্রেন্টিস

859
0
Cochin Shipyard apprentice

কোচি শিপইয়ার্ড লিমিটেডে ৩৫৬ জন ট্রেড/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী (Cochin Shipyard apprentice)।

শূন্যপদ: আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস: ইলেক্ট্রিশিয়ান: ৪৬, ফিটার: ৩৬, ওয়েল্ডার: ৪৭, মেশিনিস্ট: ১০, ইলেক্ট্রনিক মেকানিক: ১৫,

ইনস্ট্রুমেন্ট মেকানিক: ১৪, ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ৬, ড্রাফটসম্যান (সিভিল): ৪, পেইন্টার (জেনারেল): ১০, মেকানিক মোটর ভিকল: ১০,

শিট মেটাল ওয়ার্কার: ৪৭, শিপরাইট উড (কার্পেন্টার): ১৯, মেকানিক ডিজেল: ৩৭, ফিটার পাইপ (প্লাম্বার): ৩৭, রেফ্রিজেরেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক: ১০।

টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস: অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন: ১, বেসিক নার্সিং অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার: ১,

কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট: ২, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক টেকনোলজি: ১, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট: ৩।

স্টাইপেন্ড: ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে প্রতি মাসে ৮০০০ টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে প্রতি মাসে ৯০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

যোগ্যতা: ট্রেড অ্যাপ্রেন্টিস: দশম শ্রেণি পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ (ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট)।

টেকনিশিয়ান (ভোকেশনাল) অ্যাপ্রেন্টিস: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ভোকেশনাল হায়ার সেকেন্ডারি এডুকেশন পাশ।

আবেদনের পদ্ধতি: https://apprenticeshipindia.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

এরপর www.cochinshipyard.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

অনলাইন আবেদন করা যাবে ২৬ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে (Cochin Shipyard apprentice)।