রাজ্য স্বাস্থ্য দপ্তরে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ

2382
0
WB Govt Job Vacancy
Courtesy: India Tv News

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে ১২০৩ জন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে (community health officer recruitment)। রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2022/252.

শূন্যপদের বিন্যাস: ১২০৩ (অসংরক্ষিত ৪৮৩, তপশিলি জাতি ৩৩০, তপশিলি উপজাতি ৯০, ওবিসি এ ১৫০, ওবিসি বি ১০৫, শারীরিক প্রতিবন্ধী ৪৫)।

পারিশ্রমিক: প্রতি মাসে ২০০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।

রাজ্যবিদ্যুতে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন

যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএসএস) পাশ।

পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ (ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল) থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ প্রভেশনাল সার্টিফিকেট থাকতে হবে।

প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।

আবেদনের ফি জমা করা যাবে ২৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত, সম্পূর্ণ আবেদনপত্রটি জমা করতে হবে ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে (community health officer recruitment)।

 

নোটিসটি দেখতে ক্লিক করুন