পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল হেলথ মিশনে ১২০৩ জন কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ করা হবে (community health officer recruitment)। রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2022/252.
শূন্যপদের বিন্যাস: ১২০৩ (অসংরক্ষিত ৪৮৩, তপশিলি জাতি ৩৩০, তপশিলি উপজাতি ৯০, ওবিসি এ ১৫০, ওবিসি বি ১০৫, শারীরিক প্রতিবন্ধী ৪৫)।
পারিশ্রমিক: প্রতি মাসে ২০০০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা।
রাজ্যবিদ্যুতে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগের খবরটি দেখতে ক্লিক করুন
যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ব্যাচেলর অব আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএসএস) পাশ।
পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ (ওয়েস্ট বেঙ্গল আয়ুর্বেদ কাউন্সিল) থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ প্রভেশনাল সার্টিফিকেট থাকতে হবে।
প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে।
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২২ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা।
আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে।
বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
আবেদনের ফি জমা করা যাবে ২৫ জুন ২০২২ তারিখ পর্যন্ত, সম্পূর্ণ আবেদনপত্রটি জমা করতে হবে ৩০ জুন ২০২২ তারিখের মধ্যে (community health officer recruitment)।